Bangla Kobita আবার আসিব ফিরে Jibananada Das
আবার আসিব ফিরে
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের
দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল
পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার
বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের
ডালে।
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া
পালে
ডিঙ্গা বায় - রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে
আসিতেছে নীড়ে,
দেখিবে
ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।
The Bangla Kobita by Jibananada Das ‘আবার আসিব ফিরে’is taken from
the poet's 'Rupsi Bangla' Bangla Kobita. Jibananada Das has shown in the poem that he loves
his country very much. The most trivial things in the beloved homeland are
captured in his sight. Jibananada thinks that when he dies, his compassion with
the country will not end. He will come back to this country by the love of the
river, field, crop fields of Bengal, as well as the Shankhil or Salik. Again
and again, in the morning, you will be in the fog. It may be that he would duck
and wander all day in the water of a bill full of scent. Even at the end of the
day, the group of white bucks who come back to sleep in the thick of the cloud
will find the poet. In this way, he will merge with the transformative nature of
Bangladesh.
আরও Bangla Kobita পড়তে নিচের লিঙ্ক গুলি তে .চাপ দিন -
- হৃদয় নিঃসঙ্গ চিল
- ১৩৩৩
- ইচ্ছে ছিলো
- অগ্ন্যুৎসব
- আরশি
- পূজারিণী
- আমি যদি হতাম
- কৃষ্ণকলি
- কেউ কথা রাখেনি