OBAK CHOKHE LYRICS - G SERIES MUSIC
“Obak Chokhe” song is sung by Ismat Ara Eva. The new bengali song 2020 Obak chokhe Lyrics is Written by Samuel Haque. Music Composed by Amjad Hossain. Obak chokhe music release on 3 may 2020 by G Series Music.
![]() | |
|
Song
|
Obak Chokhe
|
Singer
|
Ismat Ara Eva
|
Lyrics
|
Samuel Haque
|
Music
|
Amjad Hossain
|
Tune
|
Faysal Ahmed
|
Level
|
Agniveena
|
◆ Read: Feluda Pherot Song
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
ফুলে ফুলে ডালে ডালে
ফুলে ফুলে ডালে ডালে
মৌমাছিদের পাখায় চড়ে
বসন্ত আসে
বসন্ত আসে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
ফুলের বাসে মুঠো ভরে
স্বপ্নে চড়ে ছুটছে ঘরে
ফুলের বাসে মুঠো ভরে
স্বপ্নে চড়ে ছুটছে ঘরে
সবুজ ঘাসে রোদের পাশে
সবুজ ঘাসে রোদের পাশে
মনের সুখে সুরটি মিশে
মধুর মাসে
মধুর মাসে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
আম মুকুলের খবর নিয়ে
ভ্রমর কানে কানে বলে
আম মুকুলের খবর নিয়ে
ভ্রমর কানে কানে বলে
কৃষ্ণচূড়ার বনে দেখা
কৃষ্ণচূড়ার বনে দেখা
নতুন আশার রঙ তুলিতে
নতুন সাজে
নতুন সাজে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে।
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে।
দখিনা বাতাস খবর আনে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
ফুলে ফুলে ডালে ডালে
ফুলে ফুলে ডালে ডালে
মৌমাছিদের পাখায় চড়ে
বসন্ত আসে
বসন্ত আসে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
ফুলের বাসে মুঠো ভরে
স্বপ্নে চড়ে ছুটছে ঘরে
ফুলের বাসে মুঠো ভরে
স্বপ্নে চড়ে ছুটছে ঘরে
সবুজ ঘাসে রোদের পাশে
সবুজ ঘাসে রোদের পাশে
মনের সুখে সুরটি মিশে
মধুর মাসে
মধুর মাসে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
আম মুকুলের খবর নিয়ে
ভ্রমর কানে কানে বলে
আম মুকুলের খবর নিয়ে
ভ্রমর কানে কানে বলে
কৃষ্ণচূড়ার বনে দেখা
কৃষ্ণচূড়ার বনে দেখা
নতুন আশার রঙ তুলিতে
নতুন সাজে
নতুন সাজে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে।
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে।
অবাক চোখে Best Lines
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে
অবাক চোখে দেশের পানে
দখিনা বাতাস খবর আনে