রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা - বিরহ
Rabindranath Thakur kobita বিরহ is one of the popular bangla kobita of Rabindranath Thakur. We are trying to post this Rabindranath Tagore poems in Bengali. This bengali poem is taken from Novel of rabindranath tagore Kori o komol (কড়ি ও কোমল ) .
Rabindranath Tagore Poems in Bengali

Biroho Rabindranath Thakur
রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা বিরহ
বিরহ
- রবীন্দ্রনাথ ঠাকুর
আমি নিশি - নিশি কত রচিব শয়ন
আকুলনয়ন রে !
কত নিতি - নিতি বনে করিব যতনে
কুসুমচয়ন রে !
কত শারদ যামিনী হইবে বিফল ,
বসন্ত যাবে চলিয়া !
কত উদিবে তপন আশার স্বপন ,
প্রভাতে যাইবে ছলিয়া !
এই যৌবন কত রাখিব বাঁধিয়া ,
মরিব কাঁদিয়া রে !
সেই চরণ পাইলে মরণ মাগিব
সাধিয়া সাধিয়া রে ।
আমি কার পথ চাহি এ জনম বাহি ,
কার দরশন যাচি রে !
যেন আসিবে বলিয়া কে গেছে চলিয়া ,
তাই আমি বসে আছি রে ।
তাই মালাটি গাঁথিয়া পরেছি মাথায়
নীলবাসে তনু ঢাকিয়া ,
তাই বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে
একেলা রয়েছি জাগিয়া ।
ওগো তাই কত নিশি চাঁদ ওঠে হাসি ,
তাই কেঁদে যায় প্রভাতে ।
ওগো তাই ফুলবনে মধুসমীরণে
ফুটে ফুল কত শোভাতে !
ওই বাঁশিস্বর তার আসে বার বার ,
সেই শুধু কেন আসে না !
এই হৃদয় - আসন শূন্য যে থাকে ,
কেঁদে মরে শুধু বাসনা ।
মিছে পরশিয়া কায় বায়ু বহে যায় ,
বহে যমুনার লহরী ,
কেন কুহু কুহু পিক কুহরিয়া ওঠে —
যামিনী যে ওঠে শিহরি ।
ওগো যদি নিশিশেষে আসে হেসে হেসে ,
মোর হাসি আর রবে কি !
এই জাগরণে ক্ষীণ বদন মলিন
আমারে হেরিয়া কবে কী !
আমি সারা রজনীর গাঁথা ফুলমালা
প্রভাতে চরণে ঝরিব ,
ওগো আছে সুশীতল যমুনার জল —
দেখে তারে আমি মরিব ।
বিরহ Best Lines
আমি কার পথ চাহি এ জনম বাহি ,কার দরশন যাচি রে !যেন আসিবে বলিয়া কে গেছে চলিয়া ,তাই আমি বসে আছি রে ।তাই মালাটি গাঁথিয়া পরেছি মাথায়নীলবাসে তনু ঢাকিয়া ,তাই বিজন আলয়ে প্রদীপ জ্বালায়েএকেলা রয়েছি জাগিয়া ।
Biroho Kobita Recitation
।।।।।। শীঘ্রই আসছে ।।।।।
◆ Read More : Rabindranath Thakur Kobita
অনন্ত প্রেম
দীনদান
বিদায়
প্রশ্ন
চিত্ত যেথা ভয় শূন্য
বিষর্জন
নিষ্ফল উপহার
পুরাতন ভৃত্য
দেবতার গ্রাস
দুই বিঘা জমি
হঠাৎ দেখা
অনন্ত প্রেম
দীনদান
বিদায়
প্রশ্ন
চিত্ত যেথা ভয় শূন্য
বিষর্জন
নিষ্ফল উপহার
পুরাতন ভৃত্য
দেবতার গ্রাস
দুই বিঘা জমি
হঠাৎ দেখা