
Projapoti (প্রজাপতি) Lyrics Information
➦Song : Projapoti (প্রজাপতি)
➦Movie : Sohobashe (সহবাসে)
➦Singer : Durnibar Saha
➦Lyrics : Anjan Kanjilal
➦Music : Soumya Rit
➦Director : Anjan Kanjilal
➦Producer : Prohlad Sardar & Sumana Kanjilal
➦Production House : Mojotale Entertainments
➦Music on : Zee Music Company
➧ Projapoti Song Lyrics In Bengali by Durnibar Saha
শুধু তোমার জন্য আজও দু একটা
প্রজাপতি বেঁচে আছে,
ভালোবাসবে বললে মনখারাপেও
গঙ্গাফড়িং নাচে।
তোমার জন্য আজও দু একটা
কলকাতা জেগে আছে,
তোমার জন্য আজও দু একটা
কলকাতা জেগে আছে।
তুমি হাইফেন, দাঁড়ি, কমা গুলো আজ
উড়িয়ে দিয়েছ আকাশে,
গোটা দেশ দেখো ঘুমিয়ে পড়েছে
ই.এম.আই দেওয়া নিবাসে।
আমার ইষ্টিকুটুম কবিতার মন
বৃষ্টির ধার ধারেনি,
তুমি আসছো শুনেই সারাটা বছর
গঙ্গায় চড়া পড়েনি।
তোমার চাওয়াতে কফি ও কফিন
একাকার হয়ে গেছে,
শুধু তোমার জন্য আজও দু একটা
প্রজাপতি বেঁচে আছে।